একজন হ্যাকার হতে যা যা জানার দরকার হয়
পেনিট্রেশন টেস্টার এর চেয়ে হ্যাকার শব্দটি বাংলাদেশে বেশি পরিচিত। আর “এথিকাল হ্যাকার” শব্দটি মনে হয় আরো বেশি পরিচিত। আমি টাইটেল -এ “এথিকাল” শব্দটি ব্যবহার করিনি কারণ এটা আর শুনতে ভালো লাগে না। যদিও বাংলাদেশে হ্যাকার শব্দটি একটু অন্যভাবে নেয়া হয় তারপরও, এটাই ব্যবহার করলাম। যাইহোক, অনেকেই আমাকে কিছু প্রশ্ন বার বার জিজ্ঞাসা করে: আমি একজন এথিকাল হতে চাইলে কিভাবে শুরু করবো? ওএসসিপি এর জন্য কিভাবে প্রস্তুতি নিবো? তাই খুব সংক্ষিপ্ত আকারে এই আর্টিকেল-এ বলবো, একজন হ্যাকার হতে আপনার কি কি জানা দরকার।...